রাজশাহীর বাঘায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

Link Copied!

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে টুলু বেগম (৩০) নামের এক গৃহবধু বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। টুলু বেগম উপজেলা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়পাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকালের দিকে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৃহবধুর স্বামী শফিকুল ইসলাম।