টানা চতুর্থবার দেশসেরা,রাজশাহী কলেজে আনন্দ র্যালি

Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরম্যান্স র্যাং কিং ২০১৮ কেপিআই এর ভিত্তিতে দেশ সেরা রাজশাহী কলেজ নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি করেছেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজের রজনীকান্ত মঞ্চের সামনে থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি বের করে।র্যালিটি কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজের মুল ফটকে গিয়ে শেষ হয়।এরপর শিক্ষার্থীরা একে অন্যকে মিষ্টি মুখ করান। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হবিবুর রহমানসহ অনন্য শিক্ষকেরা। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরম্যান্স র্যাকিং ২০১৮ অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। এনিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরপর চারবার দেশ সেরা কলেজ নির্বাচিত হলো।