রাজশাহীর পবায় জাল দলিলে বাবার সম্পত্তি আত্মসাতের চেষ্টায় প্রতারক কারাগারে

মোস্তাফিজুর রহমান জীবন
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২২ | ১:৫৩ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 71 ভিউ
মোস্তাফিজুর রহমান জীবন
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২২ | ১:৫৩ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 71 ভিউ
Link Copied!

রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের কলার টিকর এলাকায় নিজ ভাই ও বোনদের ফাঁকি জাল দলিলে বাবার সম্পত্তি আত্মসাতের ঘটনায় বোনের দায়ের করা মামলায় প্রতারক হাসান আলী রাজশাহী কারাগারে বন্দী রয়েছেন।

হাসান আলী দামকুড়া ইউনিয়নের কলার টিকর এলাকার মরহুম আবু বাককার সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে,রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের কলার টিকর এলাকার মরহুম আবু বাককার সিদ্দিক পবা উপজেলার গোসাইপুর মৌজায় আর.এস ৯ ও ১০ নং খতিয়ানের ১৩৭, ১৩৮ ও ১০৭/১৬৩ নং দাগে মোট ২.১৫০০ একর ভিটা জমি ক্রয় করেন। যার দলিল নং ১১২৮৫, তারিখ ১৪/৭/১৯৬৪ ইং এবং দলিল নং ৮৭৫৮, তারিখ ১৩/৩/১৯৭২ ইং।তিনি জীবিত থাকা অবস্থায় তার বড় ছেলে হাসান আলী বাবার সমস্ত জমিজমা দেখাশুনা করতেন। ১১/০১/২০১০ ইং তারিখে আবু বাককার সিদ্দিক এক স্ত্রী, ৩ ছেলে ও ৭ মেয়ে ওয়ারিশ রেখে মারা যান। বাবার মুত্যুর পর হাসান আলী প্রতারণা করে ২.১৫০০ একর জমি বাবাকে দাতা দেখিয়ে ১৯/৯/১৯৮০ ইং তারিখে ২৪১৪৩ নম্বরের একটি জাল দলি তৈরি করেন। ভাই ও বোনদের ফাঁকি দিতেই এই জাল দলিল তৈরি করা হয়। এরপর গত ৯/৪/২০২১ ইং তারিখে ওই দলিল খারিজের জন্য পবা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করেন হাসান আলী। যার খারিজ কেস নং ১৪৩১৪/৯-১/২০-২১।

বিজ্ঞাপন

বিষয়টি জানার পর হাসান আলীর বোন (মামলার বাদী) ও ছোট ভাইয়েরা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে ওই দলিলের জাবেদা কপি সংগ্রহ করে তারা জানতে পারেন উক্ত ২৪১৪৩/১৯৮০ নং দলিলে দাতা মোসা: ফাতেমা বেওয়া ও মো: আব্দুল মজিদ এবং তাদের টিপ নম্বর ১৬৫৬৭ ও ১৬৫৬৮। কিন্তু বাদীর ভাইয়ের জাল দলিলে দাতার টিপ নম্বর ১৫৫১০ দেখানো হয়েছে। অথচ ১৫৫১০ নম্বরের টিপ সম্বলিত দলিলের নম্বর ২১৮১১/১৯৮০ এবং দাতা মোসা: আলিমুন্নেছা বিবি ও গ্রহিতা মো: আব্দুস সামাদ গাজী দিং এবং বিক্রীত সম্পত্তি পবা উপজেলার বিল নেপালপাড়া মৌজাধীন। এছাড়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হাসান আলীর জন্ম তারিখ ২৫/১০/১৯৮২। অথচ তার বাবার দেওয়া ওই জাল দলিল সম্পাদনের তারিখ দেখানো হয়েছে ১৯/৯/১৯৮০ ইং। কাজেই জন্মের আগে বাবার নিকট হতে জমি নেওয়া বাস্তবাতা বিবর্জিত এবং চরমভাবে প্রতারণার শামিল। আসামী হাসান আলী বাবার সম্পত্তি গ্রাস করার হীন উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে দন্ড বিধি ৪৬৫/৪৬৭/৪৭১ ধারায় অপরাধ করেছে মর্মে তার বড় বোন জান্নাতুন নেসা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আল মমিন বিল্লা জানান,এ মামলায় গত বুধবার আসামী হাসান আলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানালে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন