আত্রাইয়ে বজ্রপাতে কৃষক নিহত

Link Copied!

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে আলাউদ্দীন (৪৫) নাম এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজলার হাটকালুপাড়া মাঠে এঘটনা ঘট। নিহত আলাউদ্দীন হাটকালুপাড়া গ্রামের নাছের উদ্দীনের ছেলে।
ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার জাহাঙ্গীর আলম বলেন,ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে গরু ছেড়ে দিয়ে আসেন আলাউদ্দীন। বৃষ্টি শুরু হলে দুপুরে মাঠ থেকে গরু নিতে গিয়ে বজ্রপাতে নিহত হন।
পর স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার লাশ বাড়ীতে নিয়ে আসে। এছাড়া একই গ্রামের ঘনকালুপাড়ার আকবর আলীর প্রায় ৯০হাজার টাকা মূল্যের একটি গরু বজ্রপাতে মারা যায় বলে জানিয়েছেন তিনি।
আলাউদ্দীন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার।
##