রাসিকের জনসংযোগ কর্মকর্তা মিশুর নানার মৃত্যুতে মেয়রের শোক


রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান মিশুর নানা জয়পুরহাট জেলার কালাই উপজেলার ঝামুটপুর নিবাসী মোকলেছ রহমান (৮০) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মিশুর নানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার ২ সেপ্টম্বর এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোকবার্তায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন মোকলেছ রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে নিজবাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন মোঃ মোকলেছ রহমান।
বাদ আসর জয়পুরহাট জেলার কালাই উপজেলার চাঁন্দাইর ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
##