গোবিন্দগঞ্জে মাদক বেচাকেনায় বাঁধা দেওয়ায় মুক্তিযোদ্ধাকে মারপিট

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বেচাকেনায় বাঁধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনকে মারপিট।
ঘটনাটি ঘটেছে, ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭ টায়। আহত বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত-নইম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত-সেকেন্দার আলী ব্যাপারীর ছেলে মাদক সম্রাট খোকন ব্যাপারী (৩২) দীর্ঘদিন যাবৎ আইনশৃংঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।
এতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বাঁধা দিলে তাকে মারপিট করা হয়। এ সময় ওই মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়।
পরে স্থানীয়রা মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দেন। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
##