ভ্রমণপ্রিয়াশীরা এই ৭ জিনিস নিতে কখনোই ভুলবেন না!

লাইফ স্টাইল ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৯, ২০২২ | ১:২৯ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 212 ভিউ
লাইফ স্টাইল ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৯, ২০২২ | ১:২৯ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 212 ভিউ
Link Copied!

ভ্রমণ করতে কার না ভালো লাগে। দেশের পাশাপাশি বিদেশের সৌন্দর্যকে চোখ দিয়ে দেখতে চান অনেকেই। তাই পাড়ি জমান দূর-দূরান্তের অচেনা শহরে।

এইসব অচেনা স্থানে ভ্রমণ করতে গেলে অবশ্যই কিছু দরকারি জিনিস সবসময় আপনার সঙ্গে রাখতে হবে। ছুটির দিনগুলোতে ভ্রমণ যেন ঝামেলাযুক্ত না হয় তার জন্য দরকারি সব জিনিসপত্রের একটি আলাদা ব্যাগ রাখতে পারেন।

এই ব্যাগে অবশ্যই যে জিনিসগুলো আপনি গুছিয়ে রাখবেন তার মধ্যে প্রথমেই আসবে চার্জারের নাম। ভ্রমণে চার্জার অতি প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু সবাই এই প্রয়োজনীয় জিনিসটি ব্যাগে রাখতে ভুলে যান।

বিজ্ঞাপন

দ্বিতীয় যে জিনিসের কথা বলব সেটি হলো টুপি, সানগ্লাসের কথা। ভ্রমণের সময় সবাই ব্যাগ এত তাড়াতাড়ি গোছাতে শুরু করি যে রোদে নিজের চোখের সুরক্ষার জন্য টুপি ও সানগ্লাস নিতেই ভুলে যান অনেকে।

এই রকমই আরেকটি প্রয়োজনীয় উপাদান হলো সানস্ক্রিণ আর লিপ বাম। যেহেতু কোথায় ভ্রমণে গেলে আপনার ঘরে বসে থাকার সুযোগ নেই তাই অব্যশই বাইরে ঘুরতে যাওয়ার সময় ত্বকের সুরক্ষার জন্য অবশ্যই সানস্ক্রিন এবং লিপ বাম সঙ্গে রাখুন।

বাইরে কোথাও ভ্রমণ করতে গেলে কিন্তু কোনোভাবেই আপনি অন্যের টুথব্রাশ ব্যবহার করতে পারবেন না। তাই ভ্রমণের সময় অবশ্যই নিজের টুথব্রাশটির টুথপেস্টও আগে ব্যাগে ঢুকিয়ে নিন।

বিজ্ঞাপন

টুথব্রাশের মতো চুলের ব্রাশ বা চিরুনিও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ অন্যের চুলের ব্রাশ ব্যবহার করার কারণে আপনার মাথার ত্বকের ক্ষতি হতে পারে। সংক্রমিত হতে পারেন জটিল রোগেও। চুলে উকুনের সমস্যাতেও পরতে পারেন আপনি। তাই অন্যের চিরুনি নয়, ব্যবহার করার জন্য নিজের ব্রাশ ভ্রমণ ব্যাগে গুছিয়ে রাখুন।

ভ্রমণকারীদের জন্য সুরক্ষাকবচ হিসেবে কাজ করে ছাতা। প্রখর গরমের তাপ থেকে বাঁচতে কিংবা মেঘরানি বৃষ্টির হঠাৎ আগমনে সুরক্ষা পেতে ছাতাকে অবশ্যই ভ্রমণের সঙ্গী করতে হবে।

সবশেষে যে প্রয়োজনীয় জিনিসটির কথা বলবো তা হলো লন্ড্রি ব্যাগ। এই ব্যাগে সাধারণত ভ্রমণের সময় ব্যবহার করা জামাগুলো রাখা হয়।

যে জামাগুলো পরে ঘুরে বেড়ানোর পর ময়লা হয়েছে কিন্তু ধোয়ার সুযোগ হয়নি সেসব জামা কাপড় পরিষ্কার কাপড়ের সঙ্গে না রেখে আলাদা লন্ড্রি ব্যাগে রাখুন।

এতে রোগজীবাণু থেকে মুক্তি পাবেন। তেমনি পরিষ্কার কাপড় ব্যবহারের কারণে মনও থাকবে প্রাণবন্ত আর সতেজ।

##

শীর্ষ সংবাদ:
পঁচাত্তরটি বীজ সংরক্ষণাগার নির্মাণ করবে সরকার মহেশপুরে সড়কে গরু,ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করায় বাড়ছে দূর্ঘটনা,হচ্ছে পঙ্গুত্ব নাটোর বগুড়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। সিলেটের পুরকায়স্থ পাড়ায় দশ তলা ভবনের সাইনবোর্ড আছে, টাওয়ার নেই নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ঝিকরগাছায় ১০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক নোয়াখালীতে বিএনপির সমাবেশ ‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’ স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা যমুনায় ৩ দফা পানি বেড়ে ৫ কোটি টাকার ফসল নষ্ট বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার আউচপাড়ার সাহাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থ্যর স্থাপনের উদ্বোধন করেন মেয়র কালাম টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা : গ্রেপ্তার ৬ মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী ২ নারী শ্রমিক নিহত তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দি করে রাখা সেই সুদ ব্যবসায়ী গ্রেপ্তার শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য জাতি অপেক্ষা করছে : ড. সেলিম মাহমুদ রাজশাহী বিভাগে সাড়ে আট মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা