টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২২ | ৭:০৫ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 89 ভিউ
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২২ | ৭:০৫ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 89 ভিউ
Link Copied!

মহারণের দামামা বেজে গেছে। পাকিস্তান-ভারত মুখোমুখি হয়ে গেছে এশিয়া কাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে। এই ম্যাচে শুরুর হাসিটা হাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই দুই দল নিজেদের সবশেষ দ্বৈরথে নেমেছিল। ২০২১ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করেছিল ভারত। এরপর পাকিস্তান ১৫২ রানে ভারতকে রুখে দিয়ে ম্যাচটা জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

সেই ম্যাচ তো বটেই, সেই বিশ্বকাপেই দুবাইয়ের মাটিতে বাড়তি সুবিধা পেয়েছে পরে ব্যাট করা দল। সে ধারাটা এশিয়া কাপের শুরুর ম্যাচেও দেখা গেছে। শুরুতে ব্যাট করা শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

সে ভাবনা থেকেই হয়তো, পাকিস্তানকে আজ শুরুতে ব্যাট করতে পাঠালেন রোহিত। যদিও টস জেতাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি না টসটা এতটা গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরে এখানে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে একটা লক্ষ্য সামনে রেখে ব্যাট করাটাই ভালো হবে। উইকেটে ঘাস আছে, সেটা আমরা কাজে লাগাতে চাই।’

তবে বাবর আজম জানালেন, টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতে চাইতেন তিনি। তবে সেটা যেহেতু হাতে নেই তার, তাই নিয়তি মেনে নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক।

দুই দলের একাদশ-

বিজ্ঞাপন

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

##

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬০৫, মৃত্যু ১ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আ.লীগের আস্থা আছে: ওবায়দুল কাদের মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২ ঝিকরগাছায় অস্ত্রসহ চা দোকানী গ্রেফতার রাণীনগরে সাততারা সমিতির বার্ষিক সাধারণ সভা কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল ভয়ে শুরু হয় আজান, নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে ২ মাদ্রাসা শিক্ষথী আহত প্রতিমন্ত্রী পলকের আসনে নির্বাচনী প্রতিদন্দী প্রার্থী-১২ জন দ্বাদশ জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা ‘স্বতন্ত্র প্রার্থী’ নিয়ে আওয়ামী লীগের কৌশল, শেষ মুহূর্তে লাগাম জ্বালানি তেলের উচ্চদামে বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর ডলারের দাম আরও কমলো