বাঘায় ৫০০ পিচ ইয়াবাসহ আটক ১


রাজশাহীর বাঘা থানার বিশেষ অভিযানে সজিব ইসলাম(২৫) নামক এক যুবককে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ আগষ্ট) রাতে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া (বাঘা-চারঘাট গামী মহাসড়কের পাকা রাস্তার) উপর থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সজিব কে আটক করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন এর দিক-নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে এসআই তৈয়ব আলীর নেতৃত্বে এসআই নূরুল আফছার, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর গ্রামস্থ কলাবাড়ীয়া নামক স্থানে এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মৃত আসিব আলীর ছেলে মোঃ সজিব ইসলাম (২৫) আটক করে।
আটক কালে সজিবের হেফাজত থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর ব্যক্তি কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলীর ছেলে জীবন হোসেন দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন বলেন, এই সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
##