গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলি উল্টে চালক নিহত

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলি উল্টে ট্রলির চালক বাবু মিয়া (৩০) নিহত হয়েছে। রোববার (২১ আগষ্ট) বেলা ৩টার দিকে উপজেলার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের সোনারপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া উপজেলার পৌর শহরের মাগুড়া সোনার পাড়ার গ্রামের রেজাউল করিমের পুত্র।গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বাবু মিয়া পার্শ্ববর্তী ভাটা থেকে ইট বোঝাই করে ট্রলি নিয়ে শহরের মাগুড়া সোনার পাড়ায় যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলির চাকা ফেঁটে গেলে ট্রলিটি উল্টে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাছের সাথে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই বাবু মিয়া মারা যায়।