রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


রাজশাহী মহানগর ও ওয়ার্ড ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৮ আগস্ট সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অভিযুক্তের সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদের স্ত্রী বলেন, রাজশাহীতে হিন্দু কলেজ শিক্ষার্থীকে উত্যক্ত ও তার বাবাকে আঘাত করার ঘটনাটি সঠিক নয়। ইমন শিবির ক্যাডার তার সঙ্গে প্রিন্সের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তারপর থেকে ইমন পলাতক। হঠাৎ ১২ আগস্ট আনুমানিক ৮.৩০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের স্টেশনে নীল মাধবসহ ইমন আসলে প্রিন্সের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এরপরে মাধব ও শিবিরের ক্যাডার ইমন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার থেকে চলে যায় এবং দেখে নেওয়ার হুমকি দেয়, আর বলে আমি হিন্দু, আমি যা বলবো সবাই তা বিশ্বাস করবে, আমি যেভাবেই হোক তোদের এলাকা ছাড়া করবো। এরপর উনি রাজনৈতিক ভাবে বিষয়টিতে ওদের কিছু করতে না পেরে ক্রোধের বশবর্তী হয়ে নিজের পরিবারকে সাথে নিয়ে মিডিয়ার সামনে মিথ্যা নারী হয়রানির নাটক উপস্থাপন করে এবং বারবার নিজেদের সংখ্যালঘু বলে জাতীয় ইস্যু বানিয়ে চরম প্রতিশোধ নেওয়ার নোংরা খেলায় মেতে ওঠে এবং এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা করেছে।
তিনি আরও বলেন, গতকাল গভীর রাতে র্যাব-পুলিশ কোনো রকম তদন্ত ছাড়াই আমাদের বাড়িতে অভিযান চালিয় মেরাজ-ফরহাদ ও ফরহাদ-এর বড় ভাই আখেরকে গ্রেফতার করে নিয়ে যায়। র্যাব প্রচলিত আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ায় না গিয়ে আমাদের সন্তানদের গুম করে রেখেছে। আমরা তাদের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি। আমরা বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত্র শেখ হাসিনা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং উনাদের হস্তক্ষেপ কামনা করছি। আমরা এই ঘটনার এবং উনার দেয়া মিথ্যা অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।
এদিকে, গত ১২ আগস্ট সন্ধ্যায় নীলমাধবের কন্যা বর্ষাকে উত্যক্তের প্রতিবাদ করায় এবং তাকে হাতুড়িপেটা করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করে ছাত্রলীগ নেতা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রুহুল আমিন প্রিন্স, ছাত্রলীগ নেতা ফরহাদ, মেরাজ, রায়হান, মামুন ও তাদের সহযোগী আখের সহ কয়েকজনের উপর। পরে নীল মাধব থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এঘটনায় বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন নীল মাধব ও তার পরিবার।
সম্মেলনের প্রেক্ষিতে গত বুধবার রাতে এ ঘটনায় অভিযুক্ত মিরাজ, ফরহার ও আখের নামের তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৫।