রাজশাহীতে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ আটক ১


রাজশাহী জেলার বাঘা থানাধীন দেবত্তর বিনোদপুর এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-০১টি, ওয়ান শুটারগান- ০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-০২ রাউন্ড, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি, নগদ-৫০০০/-টাকা উদ্ধার করেন।
একই সাথে আসামী মোঃ আমজাদ আলী (৩১), পিতা-মৃত মকবুল, মাতা-মৃত আঞ্জু, সাং-রঘুরামপুর শিবপুর, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী থেকে আটক করেন।
ঘটনার বিবরণে জানা গেছে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন দেবত্তর বিনোদপুর গ্রামে পল্লীবিদ্যুৎ মোড়ে ০১ জন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই একই তারিখ রাত্রী ৯.৩০ মিনিটে ঘটনাস্থলে পৌছানো মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে তাকে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
##