আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধুত্ব

শরিফুল খান প্লাবন
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ১২:৪০ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 298 ভিউ
শরিফুল খান প্লাবন
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ১২:৪০ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 298 ভিউ
Link Copied!

অভিধানে এমন কিছু শব্দ আছে, যেগুলো আকারে ছোট হলেও গভীরতা অনেক। এমনই একটি শব্দ হলো ‘বন্ধু’।বন্ধুত্ব–তিনটা শব্দ যেন তিন দুনিয়ার সংমিশ্রণ।

প্রথম দুনিয়া বেড়ে ওঠা শেখায়, দ্বিতীয়টা গর্জে ওঠা, আর সবার শেষেরটা বেঁচে থাকা। বন্ধুত্বের সম্পর্ককে খানিকটা আলাদা করে মূল্যায়ন করার জন্যই প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বাংলাদেশ বিশ্ব বন্ধুত্ব দিবস পালন করা হয়।

বন্ধু কাকে বলে বা বন্ধু মানে আসলে ঠিক কী, এ কথা জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম উত্তর আসবে। কেউ কেউ বলেন, বন্ধু তো বন্ধুই। কোনো নির্দিষ্ট মাপকাঠি দিয়ে বন্ধুকে মাপা যায় না। ঠিক তাই। বন্ধু মানে এমন একজন যাকে নির্দ্বিধায় মনের সব কথা বলা যায়, যার সঙ্গে নিজের কষ্ট ভাগ করা যায়, যে পাশে থাকলে পৃথিবী জয়ের সাহস পাওয়া যায়।

বিজ্ঞাপন

রক্তের সম্পর্ক না হলেও আত্মার এবং সেই সাথে মনের সম্পর্ক ঠিকই থাকে বন্ধুত্বে। এটি এমন একটি সম্পর্ক যেখানে সব নিয়মকানুন, বিশ্বাস, নির্ভরতা, যাবতীয় সবকিছুর মিলনস্থল। বন্ধুর কখনো পরিসীমা থাকতে নেই। জীবন চলার পথে একজন প্রকৃত বন্ধুর মাঝে কখনো জাতিগত, ধর্মগত কিংবা ছোট বড় ভেদাভেদ থাকে না।

বন্ধু নির্বাচনে সতর্কতা জরুরি – সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ”- এই প্রবাদ থেকেই বুঝা যায় জীবনে বন্ধুর প্রভাব কতখানি! মানুষ কখনো একা চলতে পারে না। চলার তাগিদেই তাকে বন্ধুত্ব করতে হয়। তাইতো ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেরই বন্ধুর প্রয়োজন হয়। মানুষের জীবনে বন্ধুর প্রভাব অনস্বীকার্য। তবে বন্ধুর ইতিবাচক-নেতিবাচক দুটো দিকই আছে।

কিছু বন্ধু আপনাকে বিপদ থেকে টেনে তুলবে, আবার কিছু বন্ধু থাকে যারা বিপদে ফেলতে পারে। তাই বন্ধু নির্বাচনে সতর্ক থাকাটাও জরুরি। একজন ভালো বন্ধু একটা স্বচ্ছ কাঁচের আয়নার মতো; যার সামনে দাড়ালে আপনি আপনার নিজের ভালো-মন্দ দুটোই দেখতে পারবেন। বন্ধুত্ব হচ্ছে চুইংগামের মতো হৃদয়ের কাছাকাছি, যা একবার মনে স্থান করে নিলেই, আর ছাড়া যায় না।

বিজ্ঞাপন

বন্ধুত্ব পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক – ‘বন্ধু’ যার সঠিক মানে সবাই বুঝে কিন্তু ব্যক্ত করতে পারে না। বন্ধু মানে আরেকটি পরিবার। বন্ধুত্বের কোন সংজ্ঞা হয়না, বন্ধুত্ব একেকজনের কাছে একেকভাবে ধরা দেয়। বন্ধু মানে অনেক কিছু আবার কোন কিছুই না। বন্ধু মানে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার মনের কথা, সুখ দুঃখ সহজেই বলতে পারেন। শুধু কি তাই? আপনার দুর্দশার দিনে আপনার দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে, আপনার মন ভালো করবে নিমিষেই। বন্ধুত্ব মানে সকল হিংসা ভুলে সর্বদা বন্ধুর উপকারের চেষ্টা করা। দুনিয়াতে সবকিছু পুরোনো হয়। কিন্তু বন্ধুত্ব এমন এক সম্পর্কের নাম যা যতো পুরাতন হয় ততো রঙিন হয়।

বসন্ত চলে গেলেও বন্ধুরা থেকে যায় – বন্ধু ছাড়া জীবন তার রং হারিয়ে ফেলে। জীবনের প্রতিটি মূহুর্তকে সুন্দর এবং রঙ্গিন করার জন্য বন্ধুদের প্রয়োজন সবচেয়ে বেশি। বিষন্নতার সময়ে বন্ধুদের সাথে কাটানো দারুণ সময়গুলো মনে করলে নিমিষেই মন ভালো হয়ে যায়। ক্লাসের ফাঁকে বন্ধুদের সাথে মেতে উঠি নানা দুষ্টুমিতে। ক্যান্টিনে একসঙ্গে খাওয়া সিঙ্গারার স্বাদ পৃথিবীর সকল খাবারের স্বাদ কে হার মানায়। ক্লাসের ফাঁকে গিটার বা উকুলেলের সুরের সাথে মেতে উঠা যেন দুনিয়ার শ্রেষ্ঠ অনুভূতি। এক বেঞ্চে বসে ক্লাস করা, একই খাবার ভাগাভাগি করে খাওয়া, দল বেঁধে বাদাম তলায় বসে থাকা জীবনের অন্যতম মূহুর্ত। একসময় জীবনের তাগিদে একেকজন হয়তো একেক জায়গায় চলে যাবো কিন্তু বন্ধুত্ব রয়ে যাবে অটুট। কেননা, জীবন থেকে বসন্ত চলে গেলেও বন্ধুরা যায় না।
বন্ধুত্বের কোনো বয়স হয় না – আত্মার একটি সম্পর্কের নাম বন্ধুত্ব। পরিবারের বাইরে যেন আরেকটি পরিবার। যে সম্পর্ক তৈরী হয় নিঃস্বার্থ ভালোবাসার বন্ধন থেকে। যার মূল উপাদান খাঁটি ভালোবাসার যোগান। যে সম্পর্কের কোনো বয়স হয় না, লিঙ্গ হয় না। যেকোনো মানুষের সাথেই গড়ে উঠতে পারে বন্ধুত্ব। এই মূলবান সম্পর্ককে আপনি দেখতে পাবেন না, স্পর্শ করতে পারবেন না; শুধু মনের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারবেন।হাজার মায়ার বন্ধনে গড়া সম্পর্কই তো বন্ধুত্বের বাঁধন।

বন্ধুরাই শক্তি-হাজারো বাঁধা বিপত্তির সম্মুখীন যখন হই তখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হাতটির নাম হচ্ছে বন্ধু। যে পাশে থাকলে কঠিন কাজও হয়ে যায় সহজ। বন্ধু পাশে থাকা মানে আমি অনেক শক্তিশালী। আমাদের জীবনের প্রতি মুহূর্তের সুখ-দুঃখ, হাসি-কান্না গুলো ভাগাভাগি করে নেওয়ার সঙ্গীগুলোই আমাদের বন্ধু। বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মূহুর্তই সুখময় স্মৃতি হয়ে থাকে। দিনের অধিকাংশ সময় বন্ধুদের সাথে কাটানো হয়। প্রতিদিন কতোই না সুখময় স্মৃতির সাক্ষী হয়ে থাকে জীবন। এই স্মৃতিগুলোই মানসিক স্বস্তির জন্য যথেষ্ট। সুখে-দুঃখে,সময়ে-অসময়ে বন্ধুদের কাছে চাওয়ার নামই হলো বন্ধুত্ব।

##

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন