গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন


গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করা হয়। পরে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সভাপতিত্বে দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কামরুল আহসান সরকার রাসেল তার বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটি প্রেরণার নাম। সত্যিকার অর্থে তিনি শক্তি না যোগালে হয়তো আজ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু পেতাম না।
আর বঙ্গবন্ধু না পেলে হয়তোবা আজকের এই স্বাধীনতা পেতাম না। তিনি হলেন এই স্বাধীন বাংলার পর্দার আড়ালে থেকেও একটি অন্যতম চরিত্র। দেশের প্রতিটি পরিবারে যদি তার মত একটি করে নারী থাকে তাহলে অবশ্যই আগামীতে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব।
তারই প্রতিকৃতি হিসেবে আজ দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছু দুষ্টু চক্র বারবার এই গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে তারা আজ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কিন্তু এই সুযোগ তাদের কে দেয়া যাবে না। কোথাও সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে দেখলে ওখান থেকে চলে আসা যাবে না জনগণকে বুঝিয়ে বলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ মালম, কাইয়ুম সরকার, রাজিবুল হাসান, দেলোয়ার হোসেন দেলু যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা, আলহাজ্ব আমজাদ হোসেন পলাশ, মেহেদী হাসান নাহিদ, হারুন অর রশিদ হানিফ তালুকদার, লিটন উদ্দিন সরকার, আক্তার সরকার, সোহানুর রহমান সোবহান, আজিজুল ইসলাম আজিজ, রবি,সাখাওয়াত হোসেন,হাবিবুর রহমান রেজাউল করিম, তানভীর সিদ্দিকী, আহসান পালোয়ান প্রমুখ।
##