আ.লীগ নেতার বাড়িতে গুলিবর্ষন, বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ১:০৩ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 187 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ১:০৩ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 187 ভিউ
Link Copied!

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়িতে গুলিবর্ষন’র ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

সেগুলোর মধ্যে রয়েছে একটি শর্টগান, পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। এসময় দুইজনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত ২ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়ীতে তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ঘটনার পরে দুইটি সর্টগান,একটি পিস্তল, তিনটি ম্যগজিন ও শতাধিক রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় সন্ত্রাসীদের বহনের কাজে ব্যাবহৃত কালো রংএর প্রাইভেট কারও জব্দ করা হয়।

আটক দুজন হলেন, প্রাইম ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ জামিল মুরাদ ও তার ব্যক্তিগত সহকারী জাহিদ আলম সম্রাট।

বিজ্ঞাপন

একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর নিকট থেকে বিপুল পরিমাণ টাকা পাবেন ওয়াহিদ জামিল। ওই টাকা দিতে গড়ি-মশি করছিলেন কালু। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াহিদ জামিল রাতে কালুর বাড়িতে রাগে গিয়ে গুলি ছুড়েন।

তবে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া জামিল ওয়াহিদ মুরাদকে তিনি চেনে না। এমনকি মুরাদও আমাকে চেনেন না।

আমার বাড়িতে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লেও তিনি আমাকে কেন হত্যা করতে এসেছিলেন সেটা জানি না। জামিল ওয়াহিদ আমার সঙ্গে কথার বলার সময়ও আমাকে চিনতে পারেননি।

পরে আমি পরিচয় দেওয়ামাত্র তিনি আমাকে হত্যার জন্য আবারও গুলি ছুড়েন। সেই গুলি গিয়ে লাগে বাড়ির দরজায়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।

##

শীর্ষ সংবাদ:
বগুড়ায় বেঁধে দেওয়া দামে আলু বিক্রি শুরু কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন রাজশাহীতে ইয়ামাহা বাইক শোরুমের যাত্রা শুরু বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে ২২ বছরে দেখা হয়নি আওয়ামী লীগ-বিএনপির কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিহত ১, আহত ১ কলারোয়া সীমান্তে ৭ কোটি টাকার এলএসডিসহ আটক ১ ‘শান্তিপূর্ণ নির্বাচনে কেউ অশান্তির সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে’ মেহেরপুরে ভুল চিকিৎসায় নার্সের মৃত্যুর অভিযোগ মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য কীট ও ডাস্টবিন প্রদান বরিশালের আড়তগুলো আলু শুন্য বরিশাল থেকে দ্বিতীয় দফায় ভারতে গেছে ১০ টন ইলিশ রোড মার্চে যাওয়ার পথে হামলায় সাতজন আহত চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন কচুয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ও যোগদান বই পড়তে অভ্যস্ত করতে জ্ঞানের লাইব্রেরী আগৈলঝাড়ায় পোরশায় আমদা’র হজ্ব ও উমরাহ পুনর্মিলনী নন্দীগ্রামে মায়ের পরকীয়া জেনে মেয়ের আত্মহত্যা কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস শেরপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা হাটহাজারীতে ইউএনও র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ