রাজশাহীতে তেলের দাম বৃদ্ধিতে নগর যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ আগস্ট ৬, ২০২২ | ১২:৪১ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 319 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ আগস্ট ৬, ২০২২ | ১২:৪১ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 319 ভিউ
Link Copied!

জ্বালানি তেলের অ-স্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী মহানগর যুবদল।

গতকাল শনিবার (৬ আগস্ট) নগরীর লোকনাথ স্কুল মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন যুবদলের নেতা কর্মীরা। মিছিল শেষে সংক্ষেপে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, রাতের আধাঁরের ভোট চোর সরকার রাতের আধাঁরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে আবারো প্রমাণ করেছে এই অবৈধ সরকার।

জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের পকেট কেটে দেশের টাকা দুর্নীতি ও বিদেশে পাচার করাই এদের একমাত্র কাজ। দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর নির্দেশে যুবদলের নেতা কর্মীরা সরকার পতনের আন্দোলনের জন্য এখন প্রস্তুুতি নিচ্ছে ।

পথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ন আহবায়ক মো. নাসিম খান, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. সালমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক আল আমিন বাবু,যুগ্ম-আহ্বায়ক মোঃ জামিল হোসন, যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রাহি, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়।

##

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬০৫, মৃত্যু ১ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আ.লীগের আস্থা আছে: ওবায়দুল কাদের মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২ ঝিকরগাছায় অস্ত্রসহ চা দোকানী গ্রেফতার রাণীনগরে সাততারা সমিতির বার্ষিক সাধারণ সভা কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল ভয়ে শুরু হয় আজান, নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে ২ মাদ্রাসা শিক্ষথী আহত প্রতিমন্ত্রী পলকের আসনে নির্বাচনী প্রতিদন্দী প্রার্থী-১২ জন দ্বাদশ জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা ‘স্বতন্ত্র প্রার্থী’ নিয়ে আওয়ামী লীগের কৌশল, শেষ মুহূর্তে লাগাম জ্বালানি তেলের উচ্চদামে বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর ডলারের দাম আরও কমলো