চাঁপাইনবাবগঞ্জে ১৫টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি মামলার একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন হুজরাপুর পাঠানপাড়া এলাকার আবুল কালাম বিশ্বাসের ছেলে তোসিকুল ইসলাম।
জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) দিক-নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন এর নেতৃত্বে ওসি তদন্ত মোঃ মাহফুজুর রহমানের তথ্য-প্রযুক্তির সহযোগিতায় এসআই আজিম, এএসআই আব্দুল করিম ও এএসআই সঞ্জয় সঙ্গীয় ফোর্স নিয়ে (বৃহস্পতিবার ৪ আগস্ট গভীর রাতে) ঢাকার নীলক্ষেত থেকে ১৫ টি মামলার আসামী তোসিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
##