স্বামীকে খুন করা হৃদয়বানু অবশেষে ধরা

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২, ২০২২ | ১২:৪৬ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 201 ভিউ
অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২, ২০২২ | ১২:৪৬ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 201 ভিউ
Link Copied!

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় স্বামীকে খুন করে আত্মগোপনকারী স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ আগস্ট) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিছুজ্জামান এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, ৯ এবং র‌্যাব-১২ সিপিসি ৩ এর একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে হবিগঞ্জের রাজাপুর এলাকা থেকে ঘাতক স্ত্রী হৃদয় বানুকে আটক করা হয়।

পরে আটককৃত হৃদয় বানু জানান, তার স্বামী আবু সাঈদ সেন্টু ও সে দুজনেই সৌদি আরবে প্রাবাসী ছিলেন। সৌদি থাকাকালীন সমেয় তাদের মধ্যে সর্ম্পক হয় এবং পরে তারা বিয়ে করেন। বিয়ের তিন চার মাস পর হৃদয় বানুর গর্ভে সন্তান ধারণ করে। পরবর্তীতে ৭ মাস পর তার স্বামীর বড় ভাই খোরশেদের কাছে গাজীপুরের টঙ্গীতে পাঠিয়ে দেয়। হৃদয় বানু দেশে আসার এক মাস পরেই মৃত আবু সাঈদ দেশে ফিরে আসেন। স্বামী দেশে আসার পরও হৃদয় বানুকে স্বামীর বড় ভাইয়ের বাসায় রাখেন। সেখানে তাদের ঘরে একটি কন্যা সন্তান রেশমীর জন্ম হয়। পরবর্তীতে গত দুই মাস আগে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় একটি টিনসেট বাসা ভাড়া নেয়। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতে থাকে। এরমধ্যে স্বামী আবু সাঈদ বিদেশ যাওয়ার জন্য টিকেট কাঁটতে ২৫ হাজার টাকা লাগবে বলে স্ত্রীকে জানায় এবং তাকে সেই টাকা জোগাড় করতে বলেন। তার স্ত্রী ওইদিন রাতে ২৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে স্বামীকে দেয়। এরপর স্বামী টাকা নিয়ে চলে যেতে চাইলে সে বাধা দেয়। রাতটুকু থেকে যেতে বলে। এ নিয়ে দুই জনের মধ্যে ব্যাপক ঝগড়া হয় এবং একপর্যায়ে স্বামী তাকে মারপিঠ করে। পরে এ ঘটনায় স্বামী সেখানে থেকে যায়। ওইদিন রাতে তারা একত্রে ঘুমিয়ে পড়ে। পরে আনুমানিক ভোর ৪টার দিকে স্ত্রী হৃদয় বানু বাড়িতে থাকা একটি চাকু দিয়ে স্বামী আবু সাঈদকে ঘুমন্ত অবস্থায় খুন করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় আবু সাঈদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার ২য় স্ত্রী হৃদয় বানু পলাতক ছিলো। পরে আবু সাঈদের ১ম স্ত্রী নাহিদা খানম (৩২) বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বগুড়ায় বেঁধে দেওয়া দামে আলু বিক্রি শুরু কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন রাজশাহীতে ইয়ামাহা বাইক শোরুমের যাত্রা শুরু বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে ২২ বছরে দেখা হয়নি আওয়ামী লীগ-বিএনপির কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিহত ১, আহত ১ কলারোয়া সীমান্তে ৭ কোটি টাকার এলএসডিসহ আটক ১ ‘শান্তিপূর্ণ নির্বাচনে কেউ অশান্তির সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে’ মেহেরপুরে ভুল চিকিৎসায় নার্সের মৃত্যুর অভিযোগ মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য কীট ও ডাস্টবিন প্রদান বরিশালের আড়তগুলো আলু শুন্য বরিশাল থেকে দ্বিতীয় দফায় ভারতে গেছে ১০ টন ইলিশ রোড মার্চে যাওয়ার পথে হামলায় সাতজন আহত চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন কচুয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ও যোগদান বই পড়তে অভ্যস্ত করতে জ্ঞানের লাইব্রেরী আগৈলঝাড়ায় পোরশায় আমদা’র হজ্ব ও উমরাহ পুনর্মিলনী নন্দীগ্রামে মায়ের পরকীয়া জেনে মেয়ের আত্মহত্যা কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস শেরপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা হাটহাজারীতে ইউএনও র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ