মুক্তি পাচ্ছে দুঃসাহসিক অভিযান সিনেমা অপারেশন সুন্দরবন

বিনোদন নিউজ
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ৩:৪২ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 245 ভিউ
বিনোদন নিউজ
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ৩:৪২ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 245 ভিউ
Link Copied!

এলিট ফোর্স ব্যাটালিয়ন RAB’র সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।

এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমান, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, দর্শনা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ।

ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর প্রকাশ করা হয়েছে। কক্সবাজারের লাবণী বিচে ট্রেইলার প্রকাশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RAB ফোর্সেসের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সিনেমাটি নিয়ে দীপন বলেন, অনেক কথা বলার আছে সিনেমাটি নিয়ে। কিন্তু বেশি কথা বলতে চাই না। সিনেমাটি মুক্তি পেলে দর্শক বুঝতে পারবে আমরা কী করতে চেয়েছি।

রিয়াজ বলেন, আমার সিনেমার ক্যারিয়ারে ট্রেইলার প্রকাশের জন্য এত বড় অনুষ্ঠান হতে দেখিনি। অপারেশন সুন্দরবন সিনেমাটি আমিও দেখিনি। আশা করি, দর্শকদের সঙ্গেই দেখব।

বিজ্ঞাপন

নুসরাত ফারিয়া বলেন, সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। সিনেমাটির জন্য দর্শক সমর্থন জরুরি। আশা করি, দর্শক একটি ভাল সিনেমা দেখতে পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, এমন একটি অনবদ্য সিনেমা নির্মাণের জন্য এর পরিচালক ও কলাকুশলীদের অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সিনেমাটি মুক্তি পেলে সারা দেশের মানুষ এটা উপভোগ করবেন। আমি সবাইকে আগাম আমন্ত্রণ জনাই সিনেমাটি দেখার জন্য।

উল্লেখ্য, জলদস্যু মুক্ত করার অভিযানে RAB সদস্য পি.সি. কাঞ্চন আলীসহ ৩০ জন অকুতোভয় বীর শহীদের প্রতি সিনেমাটি উৎসর্গ করা হয়েছে।

##

শীর্ষ সংবাদ:
মহেশপুরে সড়কে গরু,ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করায় বাড়ছে দূর্ঘটনা,হচ্ছে পঙ্গুত্ব নাটোর বগুড়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। সিলেটের পুরকায়স্থ পাড়ায় দশ তলা ভবনের সাইনবোর্ড আছে, টাওয়ার নেই নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ঝিকরগাছায় ১০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক নোয়াখালীতে বিএনপির সমাবেশ ‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’ স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা যমুনায় ৩ দফা পানি বেড়ে ৫ কোটি টাকার ফসল নষ্ট বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার আউচপাড়ার সাহাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থ্যর স্থাপনের উদ্বোধন করেন মেয়র কালাম টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা : গ্রেপ্তার ৬ মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী ২ নারী শ্রমিক নিহত তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দি করে রাখা সেই সুদ ব্যবসায়ী গ্রেপ্তার শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য জাতি অপেক্ষা করছে : ড. সেলিম মাহমুদ রাজশাহী বিভাগে সাড়ে আট মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা