পুঠিয়ায় একই ব্যক্তি দুটি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেটঃ জুলাই ৩১, ২০২২ | ১:২৬ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 254 ভিউ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেটঃ জুলাই ৩১, ২০২২ | ১:২৬ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 254 ভিউ
Link Copied!

রাজশাহীর পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায় একজন শিক্ষক একসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

একাধারে দুইটি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে ওই শিক্ষক ঠিকমতো উপস্থিত এবং ক্লাস নিতে পারছেন না বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ মান্নান। তার বাড়ী দুর্গাপুর উপজেলায় ।

বিজ্ঞাপন

তিনি সাধনপুর হাইস্কুল এন্ড কলেজে ২০১৫ সালে অক্টোবর মাসে ২৯ তারিখে যোগদান করেন। তিনি বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে প্রধান শিক্ষকের বেতন-ভাতা সুবিধা ভোগ করছেন ।

অপরদিকে, দুর্গাপুর উপজেলার দেবীপুর বিএম কলেজেও তিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। সেই কলেজ ২০১৯ সালে এমপিও হয়েছে ।

একসাথে দুইটি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে ওই শিক্ষক ঠিকমতো উপস্থিত এবং ক্লাস নিতে পারছেন না বলে জানান এলাকাবাসী ।

বিজ্ঞাপন

এছাড়া তিনি চলতি বছরে শিক্ষা সপ্তাহে দুর্গাপুরে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে একই সাথে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করার বিষয়টি জানার পরে সেটি বাতিল করেছে কর্তৃপক্ষ ।

এই বিষয়ে দুটি কলেজের অধ্যায়নরত অধ্যক্ষ মোঃ ফিরোজ মান্নান বলেন, একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে থাকার নিয়ম নাই। তবে আমি সাধনপুর হাইস্কুল এন্ড কলেজ চাকুরী করি। আর দেবীপুর বিএম কলেজ আমি প্রতিষ্ঠা করেছি। আমি শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুরে আবেদন করেছিলাম। তবে কে বা কাহারা অভিযোগ দেওয়ায় আমি অংশগ্রহণ করতে পরিনি। আর আমি বর্তমানে দেবীপুর কলেজের দায়িত্ব ছেড়ে দিয়েছি ।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জাহিদুল হক জানান, শিক্ষক হিসেবে মোঃ ফিরোজ মান্নান আমাদের উপজেলায় তার বেতন হয়নি। আর হবেও না। তাই এবিষয়ে মন্তব্য নাই। তবে দুর্গাপুরের শ্রেষ্ট শিক্ষকের জন্য আবেদন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অভিযোগ পাওয়ায় সেটা বাতিল হয়েছে ।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান জানান, মোঃ ফিরোজ মান্নান আমাদের উপজেলার বেতন ভূক্ত শিক্ষক। তাই তিনি অন্য কোথাও চাকুরী করতে পারেননা। যদি করেন তাহলে নিয়ম বর্হিরভূত কাজ করছে সে। বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করছি । সূত্রঃ পদ্মাটাইমস ২৪

##

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬০৫, মৃত্যু ১ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আ.লীগের আস্থা আছে: ওবায়দুল কাদের মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২ ঝিকরগাছায় অস্ত্রসহ চা দোকানী গ্রেফতার রাণীনগরে সাততারা সমিতির বার্ষিক সাধারণ সভা কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল ভয়ে শুরু হয় আজান, নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে ২ মাদ্রাসা শিক্ষথী আহত প্রতিমন্ত্রী পলকের আসনে নির্বাচনী প্রতিদন্দী প্রার্থী-১২ জন দ্বাদশ জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা ‘স্বতন্ত্র প্রার্থী’ নিয়ে আওয়ামী লীগের কৌশল, শেষ মুহূর্তে লাগাম জ্বালানি তেলের উচ্চদামে বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর ডলারের দাম আরও কমলো