রাজশাহীর বাঘায় এক বিঘা জমির পাট জাগ দিলে পুকুর মালিক পাচ্ছেন ১৫শো টাকা

বাঘা প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ১২:১৩ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 399 ভিউ
বাঘা প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ১২:১৩ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 399 ভিউ
Link Copied!

রাজশাহীর বাঘায় এক বিঘা জমির পাট জাগ দিলে পুকুর মালিককে দিতে হচ্ছে ১ হাজার ৫০০ টাকা। এলাকায় বৃষ্টি নেই। পুকুর মালিক শ্যালো মেশিন দিয়ে পানি জমাচ্ছেন। সেই পুকুরে এলাকার চাষিরা পাট জাগ দিচ্ছেন। এমননিভাবে পাট চাষিদের সহযোগিতা করছেন আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের মন্টু হোসেন হোসেন। এতে চাষিরাও পাট জাগ দিতে পেরে খুশি হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৪ হাজার ৫৬৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এরমধ্যে পদ্মার চরে ২ হাজার হেক্টর এবং চকরাজাপুর চরে এক হাজার ২০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

এক বিঘা জমিতে ১০-১২ মণ পাট উৎপাদন হয়। বিঘায় পাট চাষ করতে ৮-১০ হাজার টাকা খরচ হয়। দাম ভালো পাওয়ার আশায় এবার চাষিরা বেশি করে পাট চাষ করেছেন। কিন্তু খরার কারণে পাট যেমন পুড়ে নষ্ট হচ্ছে, তেমনি পাট জাগ দেওয়ার পানির সংকট দেখা দিয়েছে। ভাড়া করে পাট জাগ দিতে গেলে চাষিদের লাভ থাকবে না। এ জন্য এবার পাট চাষিরা দিশাহারা হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

শুরুর দিকে পাট চাষে মোটামুটি অনুকূল আবহাওয়া ছিল। শেষের দিকে বৃষ্টি পানি না হওয়ায় চাষিরা পাট কাটতে পারছেন না। রোদে পুড়ে নষ্ট হচ্ছে শত শত বিঘার পাট। ফলে চাষিরা পড়েছেন মহাবেকায়দায়। এরমধ্যে আগাম ধান রোপনের জন্য পুকুর ভাড়া নিয়ে বর্তমানে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছড়ানো এবং শুকানোর কাজ করছেন চাষীরা। উপজেলার বিভিন্ন বাজারে ইতোমধ্যে নতুন পাট উঠতে শুরু করেছে।

হামিদকুড়া গ্রামের পাট চাষি রুবেন হোসেন বলেন, আমার এক বিঘা জমিতে পাটের আবাদ করেছি। বৃষ্টি না থাকায় পাট জাগ দিকে পারছিলাম না। পাট কাটার পর জানতে পারলাম মন্টু হোসেন নামের এক ব্যক্তি নিজের শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দেয়ার জন্য পুকুর প্রস্তুত করছেন। এক বিঘা জমির পাট জাগ দিয়ে তাকে ১ হাজার ৫০০ টাকা দিয়েছি। আমার মতো অনেকেই এই পুকুরে পাট জাগ দিচ্ছেন।

জোতরঘু গ্রামের পুকুর মালিক মন্টু হোসেন বলেন, এলাকায় অনেক দিন থেকে বৃষ্টি নেই। আগের একটু পানি ছিল, এতে এসে পাট জাগ দিতে চাচ্ছিলেন চাষিরা। আমি চিন্তা করে দেখলাম, আমার শ্যালো মেশিন আছে, এই মেশিন দিয়ে পুকুরে পানি দিয়ে প্রস্তুত করি। তারপর চাষিদের একটি শর্তে পাট জাগ দিতে অনুমতি দিয়েছি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ জুলাই) উপজেলার দিঘা গ্রামের মকুল হোসেন বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে লাঙ্গল, বীজ সেচ, কাটা, পরিস্কার করা, সারসহ যাবতীয় খরচ হয় ৮-১০ হাজার টাকা। এবার উৎপাদন হচ্ছে ১০ থেকে ১২ মণ। বর্তমানে বাজারে নতুন পাট প্রতিমণ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা।

পদ্মার মধ্যে পাট চাষি কালিদাসখালী চরের আশরাফুল ইসলাম তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। অনাবৃষ্টি আর প্রচন্ড খরতাপের কারণে পাটগাছ খর্বাকৃতির হয়ে আছে। জমির বেশির ভাগ পাটগাছ পুড়ে মরে যাচ্ছে। জমি বর্গা নিয়ে পাট চাষ করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। তার মতো শত শত চাষি এবার পাট চাষ করেছেন। কিন্তু খরায় সর্বনাশ হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, পাট চাষিরা পুকুর ভাড়া নিয়ে আবার কেউ কেউ বিঘা প্রতি পুকুরে পাট জাগ দিচ্ছেন। এতে চাষিদেও খরচ কিছুটা বেশি হচ্ছে। কোন উপায় নেই। আবাদ করলে একটু খরচ কষ্ট করতে হয়।

বৃষ্টি না থাকায় মাঠে রোপন করা পাট নষ্ট হয়ে যাচ্ছে। এখন পাটের জন্য বৃষ্টি দরকার। যাদের জমিতে পাট ভালো আছে, তারাও জাগ দেওয়ার পানি নিয়ে সংকটে পড়েছেন। সেচের পানিতে পাট জাগ দিতে চাষিদের অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে।

উপজেলার বিভিন্ন বাজারে ইতিমধ্যে নতুন পাট উঠতে শুরু করেছে। বর্তমানে বিভিন্ন হাট-বাজারে মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা।

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন