বাগমারায় মাদকদ্রব্যসহ আটক ৪

Link Copied!

রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে হেরোইন সহ ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার মৃত আহম্মদ আলীর ছেলে বাবু রেজাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সেই সাথে একই এলাকার জোনাব আলীর স্ত্রী নিলুফা ইয়াসমিনকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। অপরদিকে ৫০ গ্রাম গাঁজা সহ চাঁনপাড়া মহল্লার মৃত ওহির উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন এবং একই মামলায় মাড়িয়া গ্রামের কালু মন্ডলের ছেলে আব্দুল হান্নান।
মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
##