ঢাকা নগর পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে : মেয়র তাপস

ডেস্ক নিউজ
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২১ | ৯:১৩ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 247 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২১ | ৯:১৩ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 247 ভিউ
Link Copied!

ঢাকা নগর পরিবহন চালুর পর যাত্রী হয়রানি বন্ধ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় ডিএসসিসি মেয়র এই কথা জানান।

গত ২৬ ডিসেম্বর চালু হওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাসসেবা চালু হওয়া প্রসঙ্গে তাপস বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছি। আমাদের লক্ষ্য সচল ঢাকা। সচল ঢাকা গড়ার লক্ষ্যে গণপরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগের সফল সূচনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন, এরই মধ্যে যাত্রীরা এই সেবা সাদরে গ্রহণ করেছেন। নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস এসে থামছে, সেখান থেকে সারিবদ্ধভাবে যাত্রী উঠছেন। ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছেন। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও একদম সুনির্দিষ্টহারে নির্ধারিত। এতে দেখা যাচ্ছে যে, অন্যান্য যাত্রীবাহী বাসে একই দূরত্বের জন্য যে মূল্য নেওয়া হয়, এখন তার চেয়েও অনেক কম টাকায় নগর পরিবহনে সেবা পাচ্ছে। যাত্রীরা উপকার পাচ্ছেন।

মেয়র তাপস আরও বলেন, আমরা আশাবাদী যে, আগামী বছর আমরা এই ঢাকা শহরে বাস রুট রেশনালাইজেশন সেবা বৃহদাকারে দৃশ্যমান করতে পারবো। আপনারা জানেন, এটা কতটা দুরূহ কাজ। কত বড় চক্র এখানে অন্তর্ভুক্ত। আল্লাহর রহমতে ঢাকাবাসীর সহযোগিতায় আমরা সেই চক্র ভেঙে বীরদর্পে এগিয়ে চলেছি। আমি খুবই আশাবাদী, ঢাকাবাসী আমাদের কার্যক্রমের সুফল পাওয়া আরম্ভ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বগুড়ায় বেঁধে দেওয়া দামে আলু বিক্রি শুরু কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন রাজশাহীতে ইয়ামাহা বাইক শোরুমের যাত্রা শুরু বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে ২২ বছরে দেখা হয়নি আওয়ামী লীগ-বিএনপির কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিহত ১, আহত ১ কলারোয়া সীমান্তে ৭ কোটি টাকার এলএসডিসহ আটক ১ ‘শান্তিপূর্ণ নির্বাচনে কেউ অশান্তির সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে’ মেহেরপুরে ভুল চিকিৎসায় নার্সের মৃত্যুর অভিযোগ মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য কীট ও ডাস্টবিন প্রদান বরিশালের আড়তগুলো আলু শুন্য বরিশাল থেকে দ্বিতীয় দফায় ভারতে গেছে ১০ টন ইলিশ রোড মার্চে যাওয়ার পথে হামলায় সাতজন আহত চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন কচুয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ও যোগদান বই পড়তে অভ্যস্ত করতে জ্ঞানের লাইব্রেরী আগৈলঝাড়ায় পোরশায় আমদা’র হজ্ব ও উমরাহ পুনর্মিলনী নন্দীগ্রামে মায়ের পরকীয়া জেনে মেয়ের আত্মহত্যা কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস শেরপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা হাটহাজারীতে ইউএনও র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ