নাটোরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Link Copied!

নাটোরে সমবায় সমিতির নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০শে ডিসেম্বর) দুপুর ১২টায় নাটোর সদর উপজেলার
বেজপাড়া আমহাটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে মাসিক যৌথ সভায় ৮জন নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নাটোর-নওগাঁ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি।
এসময় সংসদ সদস্য বলেন, সমবায় সমিতির মাধ্যেমে আজ দেশের নারীরা স্বাবলম্বী হয়েছে। এখন আর নারীরা ঘরে বসে থাকে না। তারা বিভিন্ন রকম হাতের কাজ করে টাকা আয় করছে। এই টাকা দিয়ে শিশুদের পড়াশোনার খরচ এবং সংসারে বাড়তি আয় করে নারীরা উন্নয়নের দিকে এগিয়ে চলছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুন এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সমবায় অফিসার মঞ্জিনা পারভীনসহ প্রমুখ।