বগুড়ায় বেঁধে দেওয়া দামে আলু বিক্রি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ | ১০:৩৯ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 40 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ | ১০:৩৯ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 40 ভিউ
Link Copied!

মিরু হাসান, স্টাফ রিপোর্টার : বগুড়ায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রাজাবাজারে এ দামে আলু বিক্রি শুরু হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে আরবি হিমাগার থেকে ১২ মেট্রিক টন আলু রাজাবাজারে ১৬ খুচরা বিক্রেতার কাছে ৩০ টাকায় সরবরাহ করা হয়েছে। বিক্রেতারা ক্রেতা পর্যায়ে সরকার নির্ধারিত ৩৬ টাকায় আলু বিক্রি করছেন। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি আলু কিনতে পারবেন। সূত্র আরও জানায়, বগুড়ায় ৩৬ হিমাগার রয়েছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন হিমাগার থেকে রাজাবাজারে বিক্রেতাদের কাছে আলু সরবরাহ করা হবে। রাজাবাজারের খুচরা আলু বিক্রেতা শাহীন হোসেন বলেন, শুক্রবার ৪২-৪৪ টাকায় ভোক্তা পর্যায়ে আলু বিক্রি হয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে পাইকারি ৩০-৩২ বস্তা আলু কিনেছি। এগুলো সরকারি দাম ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগের পাইকারি ৩৬ টাকা দামে কেনা ১০ বস্তা আলু এখনও আছে। লোকসান দিয়ে সেগুলো বিক্রি করতে হবে। পাশাপাশি ৩০ টাকা কেজিতে কেনা আলু মধ্যে পচা আছে। সবকিছু বাদ দিয়ে কেজিতে কোনরকম ১-২ টাকা লাভ বের করা কষ্টকর। এছাড়াও একজন ক্রেতার কাছে ৫ কেজির বেশি আলু বিক্রি করতে নিষেধ করা হয়েছে। আলু কিনতে আসা অর্ণব আকন্দ নামের এক যুবক বলেন, প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে। গতকালের চেয়ে আলুর দাম কেজিতে ৬-৮ টাকা কম। এছাড়াও কেউ চাইলে বাড়তি কিনতে পারবেন না। আশাকরি এভাবে বাজারের অন্য সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। বগুড়ার রাজাবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও আরবি কোল্ড-স্টোরেজের সত্ত্বাধিকারী পরিমল প্রসাদ রাজ বলেন, খুচরা বিক্রেতাদের পাইকারি ৩০ টাকা দামে আলু সরবরাহ করা হয়েছে। তারা ক্রেতাদের কাছে আলু ৩৬ টাকায় বিক্রি করছেন। এতে বাজারে স্বস্তি ফিরেছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে শহরের বৃহৎ রাজাবাজারে খুচরা বিক্রেতাদের কাছে ৩০ টাকায় আলু সরবারহ ও ক্রেতাদের কাছে ৩৬ টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬০৫, মৃত্যু ১ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আ.লীগের আস্থা আছে: ওবায়দুল কাদের মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২ ঝিকরগাছায় অস্ত্রসহ চা দোকানী গ্রেফতার রাণীনগরে সাততারা সমিতির বার্ষিক সাধারণ সভা কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল ভয়ে শুরু হয় আজান, নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে ২ মাদ্রাসা শিক্ষথী আহত প্রতিমন্ত্রী পলকের আসনে নির্বাচনী প্রতিদন্দী প্রার্থী-১২ জন দ্বাদশ জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা ‘স্বতন্ত্র প্রার্থী’ নিয়ে আওয়ামী লীগের কৌশল, শেষ মুহূর্তে লাগাম জ্বালানি তেলের উচ্চদামে বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর ডলারের দাম আরও কমলো