পোরশায় আমদা’র হজ্ব ও উমরাহ পুনর্মিলনী

Link Copied!

স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : নওগাঁর পোরশায় বে-সরকারি সংস্থা আমদা ট্যুরস্ এ- ট্রাভেলস্ এর উদ্যেগে হজ্ব ও উমরাহ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংস্থার স্থানীয় প্রতিনিধি শাহ্ কাওছার কামাল এর সহযোগীতায় শনিবার দুপুরে পোরশা মুসাফির খানা মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমদা হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির হোসেন। এতে বক্তব্য রাখেন দারুন নাইম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব ফজলুল হক শাহ্, কালিনগর ফয়জুল করিম মাদ্রাসার পরিচালক মাও: উমর আলী সরদার। এতে শতাধীক হাজি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।