যশোরে রেললাইনের পাশ থেকে মহেশপুরের আঁখির মরদেহ উদ্ধার,পালক পিতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ১০:০২ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 9 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ১০:০২ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 9 ভিউ
Link Copied!

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।। যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় একটি ফিলিং স্টেশনের পেছনে রেললাইনের পাশ থেকে আঁখি (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তার মরদেহটি উদ্ধার করা হয়। আঁখি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামের পালক পিতা মিন্টুর মেয়ে। মেয়েটি ধর্ষণের শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। পালক পিতা মিন্টুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিন সাতমাইল এলাকার আফিল ফিলিং স্টেশনের পেছনে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। নিহত মেয়েটির পরনে লাল রংয়ের থ্রি-পিস ছিল। লাশ উদ্ধারের সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছবি উঠিয়ে তা লোকজনকে দেখানোর পর সেটি আঁখির লাশ বলে জানা গেছে। গত শনিবার আঁখি তার পালক পিতা মিন্টুর সাথে বাড়ি থেকে বের হয়। এরপর তার মরদেহ যশোর সদর উপজেলার মথুরাপুর ও সাতমাইল এলাকার মাঝমাঝি স্থানে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়। পুলিশের ধারণা আঁখিকে ধর্ষণের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হতে পারে কিংবা রেললাইনের পাশে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মিন্টুকে জিজ্ঞাসাবাদ করতে পারলে বিষয়টি পরিস্কার হবে। মিন্টুকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার নবনিযুক্ত ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। তিনি বলেন, নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকার কারণে বিষয়টি তদন্ত করছে জিআরপি (রেলওয়ে পুলিশ)।
যশোর রেলস্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন