হাজীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ আটক ২জন


স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : পাঁচ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর সাইনবোর্ডের মদিনা সিএনজি এ- টিভি গ্যারেজের সামনে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের উপর হতে ধৃত আসামি ইমরান হোসেন, ইমাম (২০) ও রাসেল ওরপে সোহাগ (১৯) এর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত পলিথিনের ভিতর স্কচটেপদ্বারা মোড়ানো ৫টি পোটলা যার প্রতিটি পোটলায় এক কেজি করে ৫ কেজি গাঁজা, মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ ও তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর হাজীগঞ্জ থানার ,এফআইআর নং-২১, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-২৪৬, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মুহাম্মদ আবদুর রশিদের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুফল চন্দ্র সিংহ নেতৃত্বে হাজীগঞ্জ থানার একটি চৌকস দল ওই মাদক অভিযান পরিচালনা করেন।