বড়দল চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : আশাশুনি উপজেলার বড়দল ইউপি চেয়ারম্যানের সাথে বুড়িয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির নব ননির্বাচিত সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বড়দল ইউনুয়ন পরিষদে পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত হয়ে চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ সময় চেয়ারম্যান কমিটির সদস্যদের সাথে পুজা মন্দির ও পুজা আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, পুজার সময যাতে শান্তিপুর্ণভাবে সকল কার্যক্রম সম্পন্ন হয় সেজন্য পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।