হাটহাজারীতে জাতীয় স্হানীয় সরকার দিবসের আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ৮:৫২ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 11 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ৮:৫২ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 11 ভিউ
Link Copied!

স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে মঙ্গলবার জাতীয় স্হানীয় সরকার দিবসের তিনদিন ব্যাপী মেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় সরকারের তৃণমূল পর্যায়ের স্হানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকা- পরিচালিত হয়ে থাকে। গ্রাম পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি নির্ভর করে থাকে। দেশের বেশিরভাগ মানুষ যেহেতু গ্রামে বসবাস করে তাই গ্রামের উন্নয়ন বিষয়টি অগ্ররাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। তাই বর্তমান সরকার গ্রামকে শহর করার কথা বলেছেন। বর্তমান সরকার আবার স্মার্ট বাংলাদেশ করার জন্য কাজ করছেন। জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন মাধ্যমে এই কাজকে সহজ করার জন্য এবছর প্রথমবারের মতো জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন করছেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, চেয়ারম্যান হারুন অর রশীদ, মুজিবুর রহমান ও সাংবাদিক বোরহান উদ্দিন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী। উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী মেলায় ১৬ টি স্টলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকা- প্রদর্শন করা হয়। মেলার স্টল গুলোকে কমিটির মাধ্যমে যাচাই বাচাই করে ১ম, ২য়, ৩য় স্হান অধিকারকারীকে ছাড়াও প্রত্যেক দপ্তরের স্টল ও উপজেলার আওতাধীন প্রত্যেক ইউ পিকে পুরুস্কৃত করা হয়। উল্লেখ্য উপজেলা প্রশাসন গত রোববার জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম – ৫ হাটহাজারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন