তালতলীর নিশানবাড়ীয়া শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

Link Copied!

স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : বরগুনার তালতলীতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ। রোববার (১৭ সেপ্টেম্বর) বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চুর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ১ রফিকুল ইসলাম জমাদ্দার। এ সময় পুলিশ সুপার মো. আবদুস সালামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, এই সম্মান প্রাপ্তি ইউনিয়নের সকল নাগরিকবৃন্দের। তাদের পাশে সব সময় থেকে আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করব। উল্লেখ্য, গ্রাম আদালত পরিচালনা, অনলাইন জন্মনিবন্ধন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।