চাঁদপুরে ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে ১৫৫০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা হতে আনোয়ারা বেগম ওরফে মনোয়ারা নামে (৩৫) এক ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ছোট ছোট প্যাকেটে মোড়ানো ইয়াবা গুলো জব্দ করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মহসীন আলম জানান,এসআই আবদুল কুদ্দুছ, সঙ্গীয় এএসআই মোঃ মিজানুর রহমান ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী চৌরাস্তায় এক নারী গাড়ির জন্য অপেক্ষা করছিলো।তার গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে তার ব্যানিটি ব্যাগে ইয়াবা পাওয়া যায়। আটক আনোয়ারা বেগম প্রঃ মনুয়ারা (৩৬), স্বামী- মোঃ ফোরকান, পিতা- আশ্রাফ আলী, মাতা- আছুরা খাতুন, সাং- আমতলী পাড়া, থানা- আলীকদম, জেলা- বান্দরবান। তার বিরুদ্ধে ঢাকা ও সীতাকু-ে মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আরো জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয় করার উদ্দেশ্যে ওই ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে স্বীকার করে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৫১, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধরায় মামলা রুজু করা হয়। ওসি আরো জানান,পুলিশ সুপারের নির্দেশে আমরা যেখানে মাদক সেখানেই পুলিশি অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি।