অভয়নগরে খাস জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৫:৫২ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 10 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৫:৫২ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 10 ভিউ
Link Copied!

স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে তালতলার প্রভাবশালী আকরাম সরদার গং ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ২৬০ শতক সরকারি খাস জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। জবর দখলের বিষয়ে ওয়ার্ডবাসীরা ভূমি অফিসে লিখিত অভিযোগ করলেও কতৃর্পক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না। সোমবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে ওয়ার্ডবাসীরা এ অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ডবাসীর পক্ষে মো. আবু বায়েজীদ খান মিতুল তিনি তার লিখিত বক্তব্যে বলেন,উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলার দুগাপুর মৌজায় খতিয়ান নাম্বার ২৪,২৬,২৭,২৮,২৯,৩০,৩৩,৩৪,৩৬,৩৭,৩৯,৪০,৪১ দাগের ২৬০ শতাংশ খাস জমি রয়েছে। স্থানীয় একটি ভূমিদস্যু প্রভাব শালী আকরাম সরদার গং ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম অবৈধ দখল করে পাকা স্থাপনা, বালি ও পাথরের ব্যবসা, দুটি সমিলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছেন। যে কারণে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। লাভবান হচ্ছে ভূমিদস্যুচক্র। ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই ভুমিদস্যুরা অবৈধভাবে সরকারি খাস জমি দখলে নিয়েছেন র্দিঘদিন ধরে তাদের অভিযোগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, একসময় ওই জমিতে বাজার বসতো। যা তালতলা হাট নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে ভূমিদস্যুচক্রের চক্রান্তে হাটের ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এবং জবরদখল করে তারা নিজেদের নামে বেনামে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এই চক্রের সঙ্গে তৎকালীন সময়ে সরকারি নায়েব ও আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জড়িত ছিল বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়। ওই একই মৌজায় ১০২ খতিয়ানে ২৩,২৫ ও ৫৩ দাগের ৯৬ শতাংশ সরকারি খাস জমি ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে। ৬২ সালের রেকর্ড অনুযায়ী একের এক খতিয়ানে ৯৬ শতাংশ খাস জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে বলে প্রশ্ন তোলেন ওর্য়াডবাসীরা। এছাড়াও একের এক খতিয়ান ২৯ দাগে ১২৪ শতাংশ জমি আকরাম সরদারগং বিজ্ঞ আদালতের মাধ্যমে আদেশ নামার মাধ্যমে জোরপূর্বক দখল করে খেয়ে আসছেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ভূমিদস্যু চক্র অধিক শক্তিশালী। যে কারণে বিভিন্ন দপ্তরের হস্তক্ষেপ কামনা করে একই সাথে প্রাচীন ঐতিহ্য তালতলা হাট পুনরায় তার নিজস্ব নিজের স্থান ফিরে পাবে সেই কামনা করেন। তালতলা হাট তার নিজের স্থান ফিরে পেলে সরকার ফিরে পাবে রাজস্ব উপকৃত হবে সাধারণ জনগণ। এ সময় সংবাদ সম্মেলনে সরকারি খাস জমি উদ্ধারের ব্যাপারে তালতলা বাজার সংলগ্ন আগামী ২০ তারিখে মানববন্ধন। নওয়াপাড়া পৌরসভার মেয়র, উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২৪ তারিখে স্মারকলিপি পেশ করবেন। এছাড়াও ২৬ তারিখের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা ও অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফরাজী, মহিলা কাউন্সিলর রাশিদা বেগম লিপি, ফরাজী তৌহিদুর রহমান লিটন, মির্জা তমাল, ডাক্তার মোহাম্মদ লিটন, মোহাম্মদ জাকির, সরদার রাজিবুল ইসলাম, মোহাম্মদ হাবিব সরদার, মোহাম্মদ ডালিম সানা, মোঃ সাব্বির ফরাজী, আবিদুর রহমান, মোঃ মেহেদী হাসান প্রমুখ। কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফরাজী বলেন, এলাকাবাসীরা মিলে আমরা সবাই এই সরকারি খাস জমি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। অবৈধভাবে সরকারি জমি দখল করে রেখেছে সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ও ভূমিদস্যু আকরামগণ। এ ব্যাপারে এলাকাবাসীর স্বার্থে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপরে অভিযুক্ত আকরাম সরদার বলেন, আমি সব জমি দখল করে রাখেনি। সরকারি জমি মুলত যার পাশে থাকে সে ভোগ দখল করে খায়। আবার সরকারের যখন কাজে লাগে তখন ছেড়ে দিতে হয়। আমি যে টুকু দখল করেছি। সে জমি টুকু মাপ দিয়ে সরকারের পক্ষ থেকে লাল পতাকা দিয়েছে। আমার স্থপনা সরিয়ে নেওয়ার চেষ্ঠা করছি। এ বিয়ষটি নিয়ে সাবেক কাউন্সিলর জাহানার বেগমের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেনি। যে কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভুমি থান্দার কামরুজ্জামান বলেন, আমি কোন লিখিত বক্তব্য পায়নি। তবে খাস জমির ব্যাপারে অবৈধ্য স্থাপনার মালামাল সরিয়ে নেওয়ার জন্য বলেছি। আমরা ওই জায়গায় মাপ দিয়েছি। তাদেরকে সময় বেধেঁ দেওয়া হয়েছে। আমার দপ্তরের কোন কর্মকর্তা জড়িত থাকলে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর যেটা আদালতে মামলা চলমান সেটা আমাদের উদ্ধর্তন কতৃর্পক্ষকে জানানো হয়েছে।

শীর্ষ সংবাদ:
মহেশপুরে সড়কে গরু,ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করায় বাড়ছে দূর্ঘটনা,হচ্ছে পঙ্গুত্ব নাটোর বগুড়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। সিলেটের পুরকায়স্থ পাড়ায় দশ তলা ভবনের সাইনবোর্ড আছে, টাওয়ার নেই নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ঝিকরগাছায় ১০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক নোয়াখালীতে বিএনপির সমাবেশ ‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’ স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা যমুনায় ৩ দফা পানি বেড়ে ৫ কোটি টাকার ফসল নষ্ট বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার আউচপাড়ার সাহাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থ্যর স্থাপনের উদ্বোধন করেন মেয়র কালাম টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা : গ্রেপ্তার ৬ মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী ২ নারী শ্রমিক নিহত তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দি করে রাখা সেই সুদ ব্যবসায়ী গ্রেপ্তার শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য জাতি অপেক্ষা করছে : ড. সেলিম মাহমুদ রাজশাহী বিভাগে সাড়ে আট মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা