কচুয়ায় মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

স্বপ্নের বাংলাদেশ ডেস্ক : কচুয়ায় গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় যে, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ ফারুক মোল্লা (৩২) কে কচুয়া থানাধীন বয়ারসিংগা গ্রামস্থ বয়ারসিংগা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক আইয়ুব আলীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে গতকাল রাত ০৮টায়৪৫ মিনিটে ৫০গ্রাম গাজা সহ আটক করে। আটককৃত মোঃ ফারুক মোল্লা ু কচুযা উপজেলার বয়ারসিংগা গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার পুত্র। আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।