বাংলাদেশের কাছে হার ফাইনালে প্রভাব ফেলবে না : শুভমান


খেলা ডেস্ক : বাংলাদেশের কাছে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে হেরে গেছে আগেই ফাইনাল নিশ্চিত করা ভারত। ৬ রানের এই পরাজয় আজকের ফাইনালে দলের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন শুভমান গিল। ভারতের এই ওপেনার বাংলাদেশের বিপক্ষে সেদিন ১২১ রানের ইনিংস খেলেছিলেন। যদিও টাইগারদের দারুণ বোলিংয়ে সেই ইনিংস বৃথা যায়। আজ রবিবার বেলা সাড়ে ৩টায় কলম্বোতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। শুভমন বলেন, ‘এশিয়া কাপের ফাইনাল জয় খুবই গুরুত্বপূর্ণ। জয়ের অভ্যাস তৈরি করতে হবে। ঠিক সময়ে ছন্দ পাওয়াটা জরুরি। জয়ের ধারা তৈরি করতে হবে। এক-দুটি ম্যাচ হারলে চাপ বাড়ে। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এশিয়া কাপ জয়। তবে বাংলাদেশের বিপক্ষে হার কোনো ক্ষতি করবে বলে মনে হয় না। ১০-১৫ রান বেশি দিয়ে ফেলেছিলাম। সেটা ছাড়া আমরা ভালো খেলেছি। এই ধরনের উইকেটে এমন হতেই পারে। এই হারের থেকে শিক্ষা নিয়ে আমরা এশিয়া কাপের ফাইনাল এবং বিশ্বকাপে খেলতে নামব।’ এশিয়া কাপে বরাবরই দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কা। এবারের আসরে তারা শুধু ভারতের কাছেই একটা ম্যাচ হেরেছে। সেটাও দুর্দান্ত লড়াই করে। তাই রবিবারের ফাইনালে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কথা চিন্তাও করছে না ভারত। শুভমান বলেন, ‘শ্রীলঙ্কা দারুণ একটা জয়ের স্বাদ পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে যেভাবে জিতেছে, সেটা দুর্দান্ত। ফাইনালে ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে। তবে শ্রীলঙ্কার পিচ অনেকটা ভারতের মতো। সেটা আমাদের সাহায্য করবে। আমরা বিশ্বকাপের জন্যও তৈরি হচ্ছি।’