কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ


মোঃ আবদুল আউয়াল সরকার।। কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা আদর্শ সদর উপজেলার চকবাজারে অবস্থিত। এটি ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স মাদ্রাসার অধিভুক্তি লাভ করে। এটি ১৯৬২ সালে কুমিল্লা জেলার সদর উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে প্রাথমিক ইবতেদায়ী থেকে সর্বোচ্চ পর্যায় কামিল পর্যন্ত সবশ্রেণী এই মাদ্রাসায় রয়েছে। ফলাফলের দিক থেকে এটি চট্টগ্রাম বিভাগের শীর্ষ অবস্থানে অবস্থান করে। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ সালে মাদ্রাসাটি জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে।
কুমিল্লার ঐতিহ্যবাহী ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষর্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মাদ্রাসার আয়োজনে ২য় তলায় অডিটোরিয়ামে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন
এর সভাপতিত্বে ও গনিত শিক্ষক মোঃ মোমেন মিয়ার
পরিচালনায় বক্তব্য রাখেন,মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মোঃ গোলাম মোস্তফা, শ্রেনী শিক্ষক মাওলানা মোঃ মফিজুল ইসলাম, মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, অভিভাবক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।