শিক্ষিত মানবসম্পদের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। সামনে স্মার্ট বাংলাদেশও করার লক্ষ্যে কাজ করছেন। যেখানে প্রতিটি জনশক্তি স্মার্ট হবে। আমাদের তরুণ সম্প্রদায় যত বেশি ডিজিটাল ও স্মার্ট হবেন, তারা তত দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই সবার আগে প্রয়োজন মানসম্মত শিক্ষা। কেননা আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ খুবই কম। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো থেকে পাস করা শিক্ষার্থীদের মানও ভালো নয় বলে অভিযোগ রয়েছে। শহরকেন্দ্রিক কলেজগুলো মোটামুটিভাবে চললেও মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ। যত্রতত্র অনার্স খোলা হয়েছে। প্রয়োজনীয় মানসম্মত শিক্ষক নেই। শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না। প্রথাগতভাবে এই শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে পড়ছে, সার্টিফিকেট নিচ্ছে। কিন্তু চাকরির বাজারে তারা টিকতে পারছে না। এজন্য প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা সব শিক্ষাই মানসম্মতভাবে প্রদান করা জরুরি। বর্তমানে ঢাকার বিকেন্দ্রীকরণ, শহরের বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের জোর দেওয়া উচিত। সাথে সাথে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই স্মার্ট সিটি তৈরিতে কর্মপরিকল্পনা প্রণয়নে নজর দিতে হবে। এ ক্ষেত্রে গ্রাম উন্নয়নে শুধু প্রকল্প গ্রহণ করলে হবে না, জীবনযাপনের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে হবে। যেহেতু যথেষ্ঠ নগরায়ণের ফলে আবাদি জমি ব্যাপকভাবে কমেছে। তাই নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর নগর ব্যবস্থাপনা গড়ে তোলা আমাদের দায়িত্ব। সে জন্য অবকাঠামো উন্নয়নে মান নিশ্চিত করা এবং এর মাধ্যমে পবিবেশের সুরক্ষা যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের প্রতিটি শহরে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক, অবকাঠামো ও আর্থিক সক্ষমতা বাড়ানো, পরিকল্পিত উপশহরের বিকাশ, ঢাকার বাইরে বসবাসকারীদের জন্য ট্যাক্স হলিডে, সুলভমূল্যে ইউটিলিটি পরিষেবা প্রদানসহ আর্থিক প্রণোদনা দেয়ার উদ্যোগ নিতে হবে। তবে টেকসই নগরায়ণ ও শহরের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে সুশাসন, পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন হবে। এবং দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। আর শিক্ষিত মানবসম্পদের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা। অথাৎ এই মানসম্মত শিক্ষা দেশের অগ্রগতির জন্য খুব প্রয়োজন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব।