নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেনের নামে সড়কের উদ্বোধন


আব্দুর রহিম বাবলু, নাঙ্গলকোট, কুমিল্লা প্রতিনিধি।।
নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুল মোমেনের নামে মক্রবপুর-জোড়পুকুরিয়া-উত্তর মাহিনী-শরীফপুর সড়কের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বিকেলে উপজেলার মাহিনী তালতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী ও কুমিল্লা ১০ আসনের এমপি আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ, এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, মক্রবপু ইউনিয়ন আওয়ামীগ সভাপতি ডা: জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আবদুল মোমেনের ছেলে ইঞ্জিনিয়ার রহুল আমীন ও নূরুল আমীন প্রমূখ ।