অভিশাপ

Link Copied!

আর কখনও যাবোনা ফিরে
যেথায় মিছে দরদ মায়া’র আঁচল
আর যাবোনা কবু তোর নীড়ে
যেথায় মুছে যায় সুখের কাজল.
আর গাইবো না তোর পিরিতে’র গান
বলবো না কথা থাকবো চুপচাপ””””
তোকে দিয়ে যাবো সারাজীবন শেষব্দি অভিশাপ”””!!
একটু একটু করে এই মনের ঝিলে
স্বপ্নগুলো গড়েছিলেম তিলে তিলে
জানিনা কার হাতছানিতে নিষ্ঠুর হলে
বিষে বিষে এ জীবন মোর ভরে দিলে.
আর গাইবো না তোর পিরিতে’র গান
বলবো না কথা থাকবো চুপচাপ
তোকে দিয়ে যাবো সারাজীবন শেষব্দি অভিশাপ””””!!
ভুল জাগায় ভুল করে বাড়িয়েছি হাত
অবশেষে তুই চিনিয়ে দিলে তোর জাত
কেমন আছি জানে শুধুই উপরওয়ালা
বিশ্বাস ভেঙে গলায় দিলে কষ্টে’র মালা.
আর গাইবো না তোর পিরিতে’র গান
বলবো না কথা থাকবো চুপচাপ
তোকে দিয়ে যাবো সারাজীবন শেষব্দি অভিশাপ””””!!