স্বার্থপর বন্ধু- জুয়েল আহমেদ

Link Copied!

জীবনে এমন সব বন্ধু পেলাম
মুখে হাসি তাদের অন্তরে বিষ
তোরা কিছু করতে না পারিস
অন্তত দিলে কম করে দুঃখ দিস”””
স্বার্থপর বন্ধু তোরা টিকে না কিরা-কসম
তোরা কবু মানিস না রে কোন হাদিস”””!!
কোন বন্ধু আসে হয়ে জীবনে আশীর্বাদ
তুই তোরা হইলি আমাতেই বড় অভিশাপ
ইচ্ছে করেই করলি রে জীবন মোর ধ্বংস
আল্লাহ করবে বিচার হবি তোরা নিঃবংশ
স্বার্থপর বন্ধু তোরা টিকে না কিরা-কসম
তোরা কবু মানিস না রে কোন হাদিস””””!!
মিথ্যে আশ্বাস সরল বিশ্বাসে হলেম অপমান
মন ভাঙা আর মসজিদ ভাঙা হয় যে সমান
একদিন হয়তো বুঝবি করেছিস কতোই ভুল
আল্লাহ করবে না মাফ সেদিন দিবি মাশুল
স্বার্থপর বন্ধু তোরা টিকে না কিরা-কসম
তোরা কবু মানিস না রে কোন হাদিস”””!!