পাবনা জেলার ঈশ্বরদীতে জি থ্রি রুই মাছের পোনা বিক্রয়ের উদ্বোধন

Link Copied!

বৃহস্পতিবার সকালে মুলাডুলি হাবিব মৎস্য খামারে জি ৩ রুই মাছের পোনা বিক্রয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ। জাতীয় ও বঙ্গবন্ধু পদপ্রাপ্ত মাছ চাষী হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, এসব দিয়ে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আখতার পান্না, ঈশ্বরদী ফিড মিলের ডিজিএম মোঃ মুশফিকুর রহমান, পেশ ইমাম ও মৎস্য চাষী মোহাম্মদ নবীর উদ্দিন, মাছ চাষে আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের মাছ চাষী বৃন্দ। পাবনা জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পুকুর থেকে মাছের পোনা৷ সংগ্রহ করা হয় এবং এবং বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।