পবিত্র আশুরা উপলক্ষে হজরত শাহ্ মখদুম রূপস দরগা শরীফে জরুরি মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

আবুল হাসনাত অমি : পবিত্র আশুরা উপলক্ষে হযরত শাহ্ মখদুম রূপস দরগা শরীফে একটি জরুরি মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দরগার বিভিন্ন উন্নয়নমূল কাজেরও আলোচনা হয়।
উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব যুগ্ম জেলা ও দায়রা জজ ২ সাইদ আহম্মেদ, সরকারি ট্রাস্টি মোঃ মাসুদ রানা সুইট ও এডিসি রেভিনিউ সহ দরগার কর্মচারীবৃন্দ।
উপস্থিতিদের পরিচয় পর্ব শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পাট করেন দরগা মসজিদের ইমাম। আলোচনা সভায় পবিত্র আশুরা ছাড়াও সিন্নি সালাতের বাজেট ও কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ উন্নয়ন মূলক কাজের অনুমোদন করা হয়।