সরকার চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে চায়, প্রতিমন্ত্রী পলক

ডেস্ক নিউজ
আপডেটঃ জুন ৪, ২০২৩ | ৩:২৯ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 372 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ জুন ৪, ২০২৩ | ৩:২৯ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 372 ভিউ
Link Copied!

আলিফ বিন রেজা : নিজস্ব প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে চায়।

রবিবার (৪মে) সকাল ১১ টায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধে বিষয়ক সেমিনারে তিনি বক্তব্য দেন।

পলক বলেন, আমাদের এই সাইবার হামলার হাত থেকে নিজেদের সুরক্ষা প্রদান করতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরো বলেন, সাইবার জগতটাকে নিরাপদ রাখতে হলে আমাদের ব্যাক্তি, পরিবার,প্রতিষ্ঠান ও সৌসাইটি সহ এই ৪টা স্তরে সকলকে গুরুত্ব দিতে হবে। সবাইকে হাতে হাত রেখে সেটা বাস্তবায়ন করতে হবে।

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, আমরা বর্তমানে ডিজিটাল যুগে একটা কাঁচের ঘরের মতো একটি জগতে বসবাস করছি। যেখানে অপরাধ করে বের হয়ে আসার সুযোগ নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, স্মার্ট ব্যাক্তি হিসেবে নিজেকে তৈরি করতে হলে সাইবার বুলিং এর প্রতি গুরুত্ব বাড়াতে হবে, ফেসবুক ম্যাসেঙ্জার, হোয়াটসঅ্যাপ সহ নানান গুরুত্বপূর্ণ মোবাইল এপ্লিক্লেশনের সঠিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখতে হবে যে একটি এপস্ (সফটওয়্যার) তৈরী করেছে সেখানে এডমিন প্যানেলে ব্যবহারকারী ছাড়াও অন্য এক থাকেন সে কিন্তু চাইলে সকলের গোঁপন কথোপকথন, অন্তরঙ্গ ছবি বা ভিডিও দেখে ফেলতে পারেন। আমাদের মনে রাখতে হবে সাইবার জগৎ এমন একটা জগৎ সেখানে তথ্য আপলোড করলে সেটা আর ডিলিট করা যায়না। সাময়িক ভাবে ডিলিট করলেও সেটা আবার প্রযুক্তির ব্যবহারে আবার ফিরিয়ে আনা যায়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র, সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নাহিদ সুলতানা মল্লিক, মহাপরিচালক (যুগ্মসচিব), ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, জনাব এপিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন, জনাব জান্নাতুল ফেরদৌস, মেয়র সিংড়া পৌরসভা, জনাব মাহমুদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার সিংড়া, জনাব সাদাত রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি, সাইবার টিনস্ ফাউন্ডেশন, পিপিএম সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার, মাহমুদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার সিংড়া সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন