বাঘা-চারঘাট উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।


এম ইসলাম দিলদার : বাঘা,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেল ৩ ঘটিকায় উপজেলার বিনোদনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ হুমায়ুন কবির, আহবায়ক স্বেচ্ছাসেবক লীগ, চারঘাট উপজেলা শাখা এর সভাপতিত্বে চারঘাট ও বাঘা দুইটি উপজেলার একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ কে এম আলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সভপতি চারঘাট উপজেলা আওয়ামী লীগ। মোঃ ফখরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, চারঘাট উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক চারঘাট উপজেলা আওয়ামী লীগ।মোঃ আশরাফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা আওয়ামী লীগ। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ রোকনুজ্জামান রিন্টু, সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী জেলা শাখা।
বাঘা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সদ্য কমিটির সভাপতি হয়েছেন মোঃ নাজমুল হোসেন ( বাঘা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি) সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ফকরুল আলম বিপ্লব।
এদিকে চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি হয়েছেন হুমায়ুন কবির, ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মনিমুল ইসলাম। সুষ্ঠু ভাবে দুইটি উপজেলা একই মঞ্চে ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়।