বদলগাছীতে দুই দিনব্যাপী বিমূর্ত ঐতিহ্যের জাতীয় তালিকা প্রস্তুত করন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের জাতীয় তালিকা প্রস্তুতকরণবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা ২৪মে (বুধবার) ঐতিহ্যবাহী নওগাঁর বদলগাছির পাহাড়পুর বৌদ্ধবিহারে সম্মেলন কক্ষে শুরু হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, সাধনার প্রতিষ্ঠাতা লুবনা মারিয়ম প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ওরাও, পাহান সম্প্রদায়, বাউল শিল্পী, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততার এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলার ঐতিহ্য উপকরণসমূহ এক প্ল্যাটফর্মে আসবে। এতে বাংলার সকল ঐতিহ্য উপকরণের পরিচিতি সমগ্র বিশ্বে ফুটে উঠবে। আজ ২৫মে বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে ৩০জন প্রশিক্ষনাথীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।