ঈশ্বরদীতে দেখা মিললো ভারত সরকারের উপহার

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ২৫, ২০২৩ | ৪:০৪ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 99 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ২৫, ২০২৩ | ৪:০৪ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 99 ভিউ
Link Copied!

মামুনর রহমান : পাবনা : বাংলাদেশ রেলের যাত্রীসেবার মান ও মালামাল পরিবহণের সুবিধা বৃদ্ধি করতে এবং দু’দেশের বন্ধুত্বের অবস্থান আরও মজবুত করতে ভারত সরকারের দেওয়া বিশটি লোকো মোটিভ (ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছছে। রেলের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো আশিষ কুমার মন্ডলের দেওয়া তথ্যসুত্রে জানা গেছে। গত বুধবার বেলা একটায় চারটি ইঞ্জিন ঈশ্বরদী লোকোসেডে এসে পৌঁছেছে। বাকি ১৬ টি ইঞ্জিন দর্শনাতে রাখা হয়েছে। এই ২০ টি ইঞ্জন দিয়ে দেশে ৬৫ সিরিজের মোট ইঞ্জিন হলো ৫৬ টি। ঈশ্বরদী লোকোসেডে আনা ৪ টি ইঞ্জিন প্রাথমিক পরীক্ষানিরিক্ষা শেষে সৈয়দপুর ক্যালোকোতে পাঠানো হবে। সেখান থেকে প্রত্যেকটি ইঞ্জিনকে ফিট দিয়ে পশ্চিমাঞ্চল রেলের প্রয়োজনীয় বিভিন্ন স্থানে পাঠানো হবে। একইভাবে দর্শনায় রাখা ১৬ টি ইঞ্জিনও ঈশ্বরদী লোকোসেডে পর্যায়ক্রমে আনার পর একইভাবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৈয়দপুর ক্যালোকোতে পাঠানো হবে। রেলের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো আশিষ কুমার মন্ডলের দেওয়া তথ্যসুত্রে জানাগেছে।প্রয়োজনমতে, নতুন ট্রেন মালবাহী ট্রেন ও অন্যান্য যাত্রীবাহী ট্রেনে কাজে লাগানো হবে। এদিকে এসব ইঞ্জিন ভারত সরকারের পক্ষ থেকে উপহার দেওয়ায় বাংলাদেশ রেলের স্বল্প সময়ের মধ্যে ইঞ্জিন সংকটে পড়ে কোন যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন পরিবহণে কোন সংকট সৃষ্টি হবেনা বরে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। একই সাথে তারা ভারতের রেল মন্ত্রনালয়কেও অভিনন্দন জানিয়েছেন। বুধবার দুপুরে ভারতীয় ইঞ্জিন চারটি ঈশ্বরদী প্রবেশের সময় উৎসুক জনতা আগ্রহের সাথে রাস্তায় দাঁড়িয়ে দেখে আনন্দ উপভোগ করেন।

শীর্ষ সংবাদ:
মহেশপুরে সড়কে গরু,ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করায় বাড়ছে দূর্ঘটনা,হচ্ছে পঙ্গুত্ব নাটোর বগুড়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। সিলেটের পুরকায়স্থ পাড়ায় দশ তলা ভবনের সাইনবোর্ড আছে, টাওয়ার নেই নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ঝিকরগাছায় ১০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক নোয়াখালীতে বিএনপির সমাবেশ ‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’ স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা যমুনায় ৩ দফা পানি বেড়ে ৫ কোটি টাকার ফসল নষ্ট বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার আউচপাড়ার সাহাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থ্যর স্থাপনের উদ্বোধন করেন মেয়র কালাম টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা : গ্রেপ্তার ৬ মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী ২ নারী শ্রমিক নিহত তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দি করে রাখা সেই সুদ ব্যবসায়ী গ্রেপ্তার শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য জাতি অপেক্ষা করছে : ড. সেলিম মাহমুদ রাজশাহী বিভাগে সাড়ে আট মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা