মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


এম ইসলাম দিলদার : বাঘা প্রতিনিধি : রাজশাহী : রাজশাহীতে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ। ২২ মে সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এরপর মিছিল শেষে পূর্বের স্থানেই সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দরা।
জানাযায়, রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে গত ১৯ মে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বক্তব্য প্রদান কালে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে। আর এই হুমকির প্রতিবাদে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এছাড়াও গতকাল রাত্রে বাঘা উপজেলা আওয়ামী লীগ, চারঘাট উপজেলা আওয়ামী লীগ এবং শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, পৌর আ’লীগের সভাপতি আঃকুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা,উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আওয়ামীলীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।