ভারতের তরুণ রোহন আগরওয়ালার বিশ্ব ভ্রমণে এখন নাটোরে


সাইফুর রহমান রিপন : নাটোর জেলা প্রতিনিধি :
এক ভারতীয় তরুণ রোহন আগরওয়ালা। ১৮ বছর পেরুতেই নেমে পড়েন বিশ্ব ভ্রমণে। কয়েক বছর ধরেই ঘুরছেন বিশ্বের বিভিন্ন দেশে। এখন তার বয়স একুশ ।ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা রোহন ভারত ও নেপাল ভ্রমণ শেষে এসেছেন বাংলাদেশে। পরিবেশ সংরক্ষণে প্লাষ্টিক বর্জনের শ্লোগান নিয়েই তার এই ভ্রমণ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে নাটোরে আসেন। তিনি প্রথমে জেলা পরিষদ, পরে স্টেশন বাজার হয়ে পৌরসভায় যান।পথে অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সদা হাস্যেজ্বল, বন্ধু সুলভ রোহন। বাবা মায়ের দুই ছেলে মেয়ের মধ্যে রোহন বড়। ছোট একটি বোন রয়েছে তার। ছোট এক দোকানোর আয় থেকে চলে তাদের সংসার খরচ। বিশ্ব ভ্রমনের পাশাপাশি রোহন পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন। দেশ বিদেশের হৃদয়বান মানুষের ভালবাসায় সিক্ত হয়েই চলছে রোহনের এই বিশ্ব ভ্রমন। বাংলাদেশ ভ্রমন শেষে মিয়ানমার থাইল্যান্ড, কম্বোডিয়াসহ এশিয়ার সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবেন বলে জানিয়েছেন তিনি । বিশ্বকে চেনাজানার আগ্রহ থেকেই রোহনের এই বিশ্ব ভ্রমন । রোহনের জন্য শুভ কামনা ।