ঈশ্বরদীতে শেখ হাসিনা ফ্রি-চিকিৎসা ক্যাম্প উদ্বোধন


মামুনুর রহমান : পাবনা: শুক্রবার সকাল থেকে দিনব্যাপি ঈশ্বরদীর প্রত্যন্ত গ্রাম ভাড়ইমারী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসা ক্যাম্পাইন উদ্বোধন এবং বিভিন্ন বয়সী প্রায় দু’শ গরীব নারী পুরুষ ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন, পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য প্রয়াত ভুমিমন্ত্রী পুত্র সাকিবুর রহমান শরীফ কনক। ইয়ারুল ইসলাম সাগর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা যুবলীগ, আরমান শেখ, সিয়াম, প্রমুখ। দিন ব্যাপি পরিচালিত ফ্রি-চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় দুস্থ নারী পুরুষ ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এদিকে এই শেখ হাসিনা ফ্রি-ক্যাম্পের মাধ্যমে গ্রামের অসহায় মানুষদের চিকিৎসার ব্যবস্থা করায় এলাকাবাসী প্রশংসা করেন।