আরএমপিতে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ সমাপনী অনুষ্ঠান

Link Copied!

স্টাফ রিপোর্টার : অপরাহ্ণে আরএমপি ট্রেনিং স্কুলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কনস্টেবল ও নায়েকদের নিয়ে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ (১০ম ব্যাচ)-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোর্স সমাপনী অনুষ্ঠানে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী, জনাব সালমা সুলতানা আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), আরএমপি, রাজশাহী-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।